গীতা শিক্ষকদের জন্য বাগীশিক মহানগর সংসদের উপহার

23

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে করোনাকালে বন্ধ থাকা গীতা স্কুলের শিক্ষকদের সম্মানার্থে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান ১৯ জুন নন্দনকানন পুলিশ প্লাজাস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ভার্চুয়াল উদ্বোধন করেন বাগীশিক মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার। প্রধান অতিথি ছিলেন মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়ির সহ-সভাপতি ঝন্টু চেীধুরী। মহানগর সংসদের সহ-সভাপতি আশীষ কুমার পাঠকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় অতিথি ছিলেন মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, পৃষ্ঠপোষক তপন কান্তি রায়, উপদেষ্টা আশুতোষ সরকার, পৃষ্ঠপোষক স্বপন সাহা। উপস্থিত ছিলেন মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, অর্থ সম্পাদক শিক্ষক সুমন সেন, দপ্তর সম্পাদক প্রকৌশলী উত্তম দে, সিনিয়র সদস্য রিটন সূত্রধর, সোহেল দাশ, মিশু তালুকদার, ডবলমুরিং থানা সংসদের সভাপতি অরুণ চন্দ্র দে, চকবাজার থানা সংসদের সভাপতি অনিল কুমার আচার্য্য, কোতোয়ালী সংসদের অঞ্জন দে, গীতা প্রশিক্ষক মিল্টন রায়, সুকুমার নাথ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে গীতা প্রশিক্ষক ও মহানগর সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন গীতা স্কুলের শিক্ষকদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভার্চুয়াল বক্তব্যে অজয় কৃষ্ণ দাশ মজুমদার বলেন, বাগীশিক’র অগ্রযাত্রায় গীতা প্রশিক্ষকদের অবদান অবিস্মরণীয়। বিজ্ঞপ্তি