গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী’র বৃক্ষরোপণ কর্মসূচি

55

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর উদ্যোগে নগরীর কোরবানীগঞ্জস্থ শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান প্রাঙ্গণে ২৬ জুলাই (শুক্রবার) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীমাস সভাপতি নিরূপমা দেবনাথ। উদ্বোধক ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ। প্রধান অতিথি ছিলেন পটিয়া ছালেহ্-নূর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন গীমাস সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা রূপনা দাশ, পম্পী দাশ, শিল্পী চৌধুরী, নেলী দে, মিতা চৌধুরী, লাভলী দে, নিঝুম দাশ, সোমা শীল দেবী, সাথীময়ী দেবী, শিউলী শীল, প্রীতু মল্লিক, অন্বেষা শিবা, সিগ্ধা সিকদার, শর্মিলা দে, অর্চিতা আচার্য ত্রয়ী, পৃষ্ঠপোষক নিউটন দত্ত, টিটু মল্লিক, অনিক চৌধুরী। শেষে বিভিন্ন প্রজাতির ফলাদি ও ঔষধী গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের একটি অত্যাবশ্যকীয় উপাদান। বৃক্ষ আমাদের স্বাভাবিক জীবন ধারণে সহায়তা করে তাই উচিত বেশি বেশি করে গাছ লাগানো। সরকারের সবুজ আন্দোলনকে ত্বরাম্বিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি