গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর শীতবস্ত্র বিতরণ

13

 

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ শ্লোগানে ৭ জানুয়ারি নগরীর আন্দরকিল্লা চত্বরে গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর উদ্যোগে দুুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সুচিত্রা ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. মৌমিতা দাশ। বিশেষ অতিথি ছিলেন অগ্রসার মহিলা কলেজের অধ্যক্ষ সুলেখা পাল, মানবতার ডাক এর সভাপতি লায়ন এডভোকেট গৌতম কান্তি চন্দ, সমাজসেবক লায়ন মিন্টু দাশ, লোককবি রণজিৎ কর, সমাজসেবক সন্তোষ কুমার নন্দী ও গীতা সংগঠক জেএস যীশু। উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক টিটু মল্লিক, অনিক চৌধুরী, রিপন নাথ, কর্মকর্তা নিপা মজুমদার, জয়তী দাশ, পুষ্পিতা পাল, বৃন্তা চৌধুরী, প্রিয়াংকা পাল পূজা, ঐশী দাশ, শান্তা বিশ্বাস ও সুচয়ন রুদ্র সানি। এসময় নগরীর বিভিন্ন এলাকা হতে আসা অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, মানবসেবাই ধর্মের মূল কথা। স্রষ্টার সান্নিধ্য পেতে হলে সৃষ্টির সেবা করা চাই। মানবতার জন্য জীবন উৎসর্গ করতে পারলেই জীবনের সার্থকতা। বক্তারা শীতার্তদের পাশে ধণাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি