গাড়ির ফিটনেস নবায়ন যেকোনো সার্কেল থেকেই

112

এখন থেকে গাড়ির মালিক এবং চালকরা বিআরটিএ’র যেকোনো সার্কেল থেকে ফিটনেস নবায়ন করতে পারবেন। সুতরাং যে জেলার গাড়ি ওই জেলায় আর যেতে হবে না। গত ১ ডিসেম্বর এমনই এক প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন সহকারী সচিব মো. লিয়াকত আলী।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ১২৪ (১)(খ) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিআরটিএ’র যেকোনো সার্কেল হইতে রেজিস্ট্রিকৃত মোটরযানের ফিটনেস নবায়ন করিবার সুযোগ প্রদান করিল। এইটি অবিলম্বে কার্যকর হইবে’।
এর আগে দেশের যে সার্কেল থেকে গাড়ি রেজিস্ট্রেশন করানো হতো সেখান থেকে প্রতি বছর ফিটনেস
নবায়ন করতে হতো। এখন থেকে দেশের যেকোনো সার্কেল থেকে দুর্ভোগ ছাড়া ফিটনেস নবায়ন করা যাবে।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা জানান, প্রজ্ঞাপনটি আমরা দেখেছি। তবে কখন থেকে আমরা সুযোগ দিতে পারবো সে ব্যাপারে জানানো হয়নি। কারণ বিআরটিএ’র প্রত্যেকটি সার্কেলে নিজস্ব সার্ভার লক করা থাকে। তা উন্মুক্ত করতে একটু সময় লাগবে।