‘গাণিতিক দক্ষতা বাড়ায় বিশ্লেষণী ক্ষমতা’

124

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে গণিত অলিম্পিয়াড গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গণিত ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১৪০ জন ছাত্রছাত্রী চারটি গ্রুপে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। চার গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান বিচারক ছিলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। তিনি বলেন, গাণিতিক দক্ষতা আমাদেরকে জটিল কোনো বিষয় বিশ্বেষণের ক্ষমতা বাড়িয়ে দেয়, যা আমাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণিত হচ্ছে প্রযুক্তির ভাষা। বর্তমান প্রযুক্তির যুগে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে গণিত চর্চার বিকল্প নেই। এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রকিব উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, গণিতের বিভাগীয় প্রধান প্রভাষক সারোয়ার জাহান পাটোয়ারী, সুকান্ত বড়ুয়া, ডালিয়া বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি