গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ভিড়ের মধ্যে গুলি নিহত শতাধিক

9

গাজা সিটির কাছে ত্রাণের অপেক্ষায় থাকা একদল ফিলিস্তিনির উপর ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ১০৪ জন নিহত এবং ২৮০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও গতকাল বৃহস্পতিবার ঘটা এ ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তারা বলেছে, ফিলিস্তিনিদের দলটি তাদের সেনাসদস্যদের দিকে এগিয়ে আসতে শুরু করলে ‘নিজেদের বিপদের আশঙ্কায়’ সেনাসদস্যরা ভিড় লক্ষ্য করে গুলি ছোড়ে।
তবে ইসরায়েল এ ঘটনায় নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করছে তা মেনে নিতে নারাজ। তারা বলেছে, নিহতদের অনেকেই ত্রাণবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন।
আহতদের অনেককে কাছের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেখানকার চিকিৎসাকর্মীরা এত বেশি সংখ্যায় এবং গুরুতর আহত রোগীদের চিকিৎসা দিতে পারছে না।
গাজাযুদ্ধের শুরুর দিকেই আল-শিফা হাসপাতালে হামলা চালিয়ে সেটিকে প্রায় ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। হাসপাতালটি এখন কোনো মতে তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খবর বিডিনিউজের