গাউসুল আযম মাইজভান্ডারীর দিক-নির্দেশনা বিশ্বব্যাপী পৌঁছাবার তাওফিক কামনা

3

 

গত ২৪ জানুয়ারি গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.) এর ১১৭তম উরস্ মাইজভান্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভান্ডারী’র গাউসিয়া হক মন্জিলে মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে।
রাত সাড়ে বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভান্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)। মোনাজাতে রাব্বুল আলামীনের দরবারে বিচারসাম্য, উসুলে সাবআা, তাওহিদে আদইয়ান তথা হুজুর গাউসুল আযম মাইজভান্ডারীর ত্বরিকতের শিক্ষাকে বিল হিকমত, আলা বাসিরাত যে দাওয়াত হুজুর গাউসুল আযম মাইজভাÐারী পেশ করেছেন মানবের কল্যাণের লক্ষ্যে, মানবের মুক্তির লক্ষ্যে, বিশ্ব মানবতার মুক্তির জন্যে, সাম্য শান্তির একটি বিশ্ব নির্মাণের জন্যে, মুসলিম উম্মাহর মুক্তির জন্যে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা বিশ্বের দিকে দিকে পৌঁছে দেওয়ার তাওফিক কামনা করেন।
তিনি উরস শরিফ উদযাপনে জেলা পুলিশ, র‌্যাব, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যবৃন্দ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ, স্বেচ্ছাসেবক ও সকল সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি