গাউসিয়া কমিটি ফরহাদাবাদ সৈয়দ কোম্পানি শাখার অভিষেক

10

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী ফরহাদাবাদস্থ সৈয়দ কোম্পানি শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ১ জানুয়ারি বিকেলে সৈয়দ কোম্পানি সড়কস্থ আহমদিয়া তৈয়্যবীয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি সৈয়দ কোম্পানি ইউনিট এর সাবেক সভাপতি ও উপদেষ্টা মুহাম্মদ নুরুল আবছার।
উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুচ্ছাপা। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা শাখার সহ-দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা শাখার নির্বাহি সদস্য মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সহ সভাপতি আবু আহমদ শেয়ান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অহিদুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্ম ও কর্মের বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে পরিচালিত করতে গাউসে জমান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) আজ হতে তিন যুগ আগে গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেন। ইহজগতে শান্তি এবং পরকালীন অনন্ত জগতে পরিত্রান লাভই শরিয়ত-তরিকত চর্চার মূল লক্ষ্য। আল্লাহ পাক এবং প্রিয় নবীর (দ.) সন্তুষ্টি ও নৈকট্য অর্জনে সৃষ্টিজগতের সেরা মানুষের সেবা ও কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। প্রধান বক্তা সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, উছিলা বা মাধ্যম ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। তাই আমরা আল্লাহর ওলীদের মাধ্যমে আল্লাহকে পাওয়ার পথ তৈরি করতে পারি। সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, নির্লোভ, নিরহংকার, সাদাসিধে জীবন যাপনই তরিকতের শিক্ষা। আত্মশুদ্ধি ব্যতীত ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। অভিষেকে নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান ফরহাদাবাদ ইউনিয়ন গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ অহিদুল আলম। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নাহিম উদ্দিন রিকুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ ওহাব সওদাগর, হাফেজ মুহাম্মদ আতিক, মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ মহসিন আলী, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ হারুন, মুহাম্মদ ফারুক আজম বাবুল, আবু আহমদ, মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর, নাসিম উদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম, শফিকুল ইসলাম তহিদ, আবু তাহের খোকন, সৈয়দ আবুন নুর আহমদ, মুহাম্মদ ইব্রাহিম খলিল খোকন, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ তৈয়ব উল্লাহ, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, ওসমান গনি মানিক, মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ শফিউল আজম মাহিন, মুহাম্মদ জোনায়েত হোসেন লিমন, মুহাম্মদ আবদুল মজিদ আরিফ, মুহাম্মদ নাঈমুর রিসাদ, মুহাম্মদ আবু ইউছুপ ইমন, মুহাম্মদ জাকারিয়া হাসান তানভীর, মুহাম্মদ হাসান, মুহাম্মদ ইমরুল হোসাইন আকিদ, মুহাম্মদ সাবের হোসেন, মুহাম্মদ নাজমুল হোসেন হৃদয় প্রমুখ।
মিলাদ-কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কল্যাণ, বিশ্বের নিপিড়ীত মানবতার পরিত্রাণ এবং দেশ জাতির-কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন। বিজ্ঞপ্তি