গাউসিয়া কমিটির সেবা তহবিলে সিএমপি কমিশনারের অনুদান

32

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ পরিচালিত মানবিক সেবা কর্মসূচির আওতায় বৃহত্তর সিলেটের বন্যার্ত মানুষের সাহায্যার্থে নগদ অর্থ ও সাড়ে তিন টন চাল অনুদান দিলেন সিএমপি কমিশনার সালেহ মুহাম্মদ তানভীর। বৃহস্পতিবার সকালে নগরীর দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে তিনি অনুদানের নগদ টাকা গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের কাছে হস্তান্তর করেন।
এরপর পৃথকভাবে সুনামগঞ্জের ত্রাণ সহায়তার জন্য ২৫ হাজার টাকা দিয়েছেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ জয়নুল আবেদীন। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার গাউসিয়া কমিটির করোনাকালীন সেবা, বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ড জীবনবাজি রেখে হতাহতদের উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সিলেট-সুনামগঞ্জে চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার ও ত্রাণ সহায়তা দেয়ায় প্রশংসা করেন। আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে গাউসিয়া কমিটির এ ধরনের মানবিক কার্যক্রমের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় সাথে থাকবে বলে আশ্বস্ত করেন। এসময় গাউসিয়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মানবিক সেবা টিম সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী এবং সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা সামিনুর রহমান এবং উপ পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি আমির জাফর। সাথে ছিলেন ডিসি নর্থ, ডিসি ট্রাফিক নর্থ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এম টি) সহ অন্যান্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি