গাউসিয়া কমিটির ত্রাণ সহায়তা

8

 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্ত দেড় লাখ পরিবারে গাউসিয়া কমিটি বাংলাদেশের ত্রাণ সহায়তা তহবিলে ২৫ এপ্রিল রবিবার বহদ্দারহাটস্থ আরবি কনভেনশনে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও করোনায় মৃত ব্যক্তির কাফন-দাফন কার্যক্রম সমন্বয় কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ এর হাতে ‘ভালোবাসার পোটলা’ প্রদান করেছেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, নাফিস স্টীলস-এর সত্ত¡াধিকারী মুুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। এসময় তিনি বলেন, নবী বংশের উজ্জ্বলতম প্রদীপ হয়রত হাফিজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর নির্দেশনায় মানুষের কল্যাণ সাধন করতেই গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল। করোনা মহামারীর মতো ক্রান্তিকালে মানবতার পাশে দাঁড়িয়ে গাউসিয়া কমিটি হযরত তৈয়্যব শাহ (রহ.) এর দূরদৃষ্টির সার্থক রূপায়ন করেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতব্যক্তিদের জাত-ধর্ম বিবেচনা না করে দাফন কাফন কার্যক্রম করে গাউসিয়া কমিটি মহান সূফিদের অসাম্প্রদায়িক চেতনার রূপের সাথে সমাজকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি দেশব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃতদের কাফন-দাফন কার্যক্রম, অসুস্থ রোগীদের আ্যম্বুলেন্স সহায়তা, অক্সিজেন সরবরাহ কার্যক্রম এবং শেষে দেশের দেড় লাখ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের সাথে সংশ্লিষ্ট গাউসিয়া কমিটির কর্মিদের সত্যিকার বীর আখ্যা দিয়ে তাদের সামাজিকভাবে সম্মানিত করতে ও সুরক্ষা সামগ্রী দিয়ে তাঁদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আর.বি কনভেনশনের কর্মকর্তা এম.জে. মামুন, মুুহাম্মদ দেলোয়ার প্রমুখ।