গাউছে মুখতার কনফারেন্স সম্পন্ন

68

কুতুব শরীফ দরবারের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক মুহিউদ্দীন আজমী আল-কুতুবী (রা.)’র স্মরণে গাউছে মুখতার কনফারেন্স সম্পন্ন হয়েছে। শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন আল-মালেকীর সঞ্চালনায় কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এস এম সানাউল্লাহ এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাবাজান কেবলার বড় শাহজাদা শায়খুল হাদিস আল্লামা এম এম মুনিরুল মন্নান আল-মাদানী। অডিও বার্তায় অনুষ্ঠান উদ্বোধন করেন কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ কুতুবী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা আল্লামা জিল্লুল করিম মালেকী আল-কুতুবী, বাবাজান কেবলার নাতি হাফেজ মাওলানা শেখ আকতার কুতুবী। আলোচক ছিলেন কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাওলানা সৈয়দ হাসান আল-আজহারী।
বক্তারা বলেন, যুব ও তরুণ সমাজকে সামাজিক ব্যাধি হতে বাঁচাতে আধ্যাত্মিক সংগঠনের খুবই প্রয়োজন। শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ নৈতিক মানুষ তৈরিতে অবদান রাখবে এবং আল্লাহ ও নবী করিম (দ.) এর প্রেম-ভালোবাসা ও হযরতুল আল্লামা শাহ্ আব্দুল মালেক আল-কুতুবীর জীবন-চরিত্র, আদর্শ, নৈতিকতা, নিজেদের বাস্তব জীবনে অনুসরণ-অনুকরণ করবে।
আমন্ত্রিত অতিথি ছিলেন মাওলানা আবদুস শুক্কুর আল-মালেকী, মেম্বার আজিজুল হক, শায়ের মাওলানা সেলিম রিয়াদ হক্কানী। বক্তব্য রাখেন রবিউল হোসেন, মাহবুবুর রহমান সুজন, হাফেজ তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দীন আল-মালেকী, মুহাম্মদ নিজাম, মুহাম্মদ হেলাল, সাজ্জাদ হোসেন, মহিউদ্দীন ছগির, মনিরুল ইসলাম, এহছান, জিয়াউর ইমরান প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদ এবং আওতাধীন শাখা চট্টগ্রাম মহানগর, আনোয়ারা উপজেলা, কর্ণফুলী উপজেলা, বাঁশখালী উপজেলা, পটিয়া উপজেলা, মহেশখালী উপজেলাসহ বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি