গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার ইফতার সামগ্রী

39

দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী গাউসিয়া হক মঞ্জিলের আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)’র নির্দেশনায় (মহান ২২ চৈত্র ওরশ শরীফের উত্তোলিত হাদিয়া দিয়ে) দেশের প্রত্যন্ত অঞ্চলের ন্যায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদের-এর দেশ-বিদেশের সকল শাখা সংগঠনের মানবতার কর্মসূচির অংশ হিসেবে গত ২০ এপ্রিল মঙ্গলবার আশেকানে গাউসিয়া হক ভান্ডারী, বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় মহান ২২ চৈত্র গাউসুল আজম বিল বেরাসত হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (ক.)’র পবিত্র ওরশ শরীফ উপলক্ষে সংগৃহীত হাদিয়ার অর্থ করোনায় পর্যুদস্ত ও এলাকার সুবিধাবঞ্চিদের মাঝে নগদ অর্থ ১০০ জন, নিত্য প্রয়োজনীয় খাদ্য ও কাঁচা ইফতার সামগ্রী ১৩০ জন-এর মাঝে বিতরণ করা হয়। নগদ অর্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচা ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা “খ” জোনের সাংগঠনিক সমন্বয়কারী, আশেকানে গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মো. আবুল কাশেম, ফটিকছড়ি পৌরসভার প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড-এর কাউন্সিলর মো. গোলাপ মওলা গোলাপ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার ‘ক, গ, ঘ, খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারীগণ যথাক্রমে মাস্টার মো. কবির আহমেদ, মাস্টার মো. দিদারুল আলম, মাস্টার মো. নাছির উদ্দিন, আনিস উদ্দিন সোহেল ও বিবিরহাট শাখার সম্মানিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ।