গাঁজা সেবনের দায়ে ১৯ জনকে কারাদন্ড

22

নগরীর ফিশারিঘাট, পুরনো রেল স্টেশন, কদমতলী বাস স্টেশন ও শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন গাঁজা সেবন ও বিক্রয়কারীকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড দেয়া হয়।
গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
কারাদন্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল কাদের, জসিম উদ্দিন, নুরে আলম, জয়নাল ফকির, সাবু, মোহন, শাহজাহান, পাভেল, জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, আরাফাত, জুনায়েদ, শফিকুল, আব্দুল কাদের, রাজু আহাম্মদ, নুর হোসেন, জামাল ও রাকিব।
ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, গাঁজা সেবন এবং বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা ৩০ পুরিয়া গাঁজাসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।