গশ্চি শিশুবাগ স্কুল এন্ড কলেজের যুগপূর্তি উৎসব

131

আনন্দ, আড্ডা, হৈ-হুল্লোড়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নিজস্ব এ্যাপ্সের উদ্বোধন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে শনিবার অনুষ্ঠিত হল রাউজানের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের যুগপূর্তি উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়–য়া, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, গশ্চি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার পাশা, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফান আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, গশ্চি ভানুমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোজাফর হোসেন, সাবেক ছাত্রনেতা ম্যালকম চক্রবর্ত্তী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনিল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক আরিফুল আলম, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ রাশেদ, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সদস্য উদয় দত্ত অর্ক, এখলাস হোসেন, আহমদুর রহমান, মনছুর আহমেদ।
প্রতিষ্টানের অধ্যক্ষ মুহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার।
বিদ্যালয়ের পরিচালক আলমগীর হায়দারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্টানের পরিচালক ডা.এনামুল হক, ডা.একেএম নজরুল ইসলাম, ডা.এনামুল হক আজাদ, শামীম আল আজাদ, জহির আহম্মদ, আবদুল বাসেত জাফর, সৈয়দ মোহাম্মদ হোসেন, আহম্মদ উল্লাহ, মনিরুল ইসলাম, প্রকৌশলী খোরশেদ আলম, নুরুল আজম, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, সামসুদ্দীন শাখাওয়াত, বেলাল হোসেন, সিদ্দিক আহমদ, জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক কবি ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ মাস্টারকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা হয়।