গল্প আহরণ কর্মসূচির ২য় অধিবেশন সম্পন্ন

14

গত ২৮ মে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অনলাইনে আহরণ কার্যক্রমের প্রধান উদ্যোগ গল্প আহরণ কর্মসূচির দ্বিতীয় অধিবেশন আহরণের অন্যতম উদ্যোক্তা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডীন প্রফেসর রণজিৎ কুমার দে’র সভাপতিত্বে আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রাখেন আহরণের উদ্যোক্তা অভিষেক দাশ স¤্রাট। অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ড. আজাদ বুলবুল এবং পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক আবু তালেব বেলাল। বিভিন্ন একাডেমিক স্তরের মোট ২২ জন প্রতিযোগী শাপলা ও গোলাপ দলে বিভক্ত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে। শুরুতে গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা আবৃত্তি করে ৭ম শ্রেণির শিক্ষার্থী আবরার ফাইয়াজ। এরপর ছোটদের উপযোগী কোরাস সংগীত ‘আমাদের দেশটা স্বপ্নপুরি’ পরিবেশন করে অঙ্কিতা রুদ্র ও সংহিতা রুদ্র। ২য় শ্রেণির শিক্ষার্থী দেবোত্তম বড়–য়া ‘বইপড়া’ বিষয়ক ছড়া পরিবেশন করে। অনুষ্ঠানে চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্টার বিজ্ঞান লেখক শরীফ মাহমুদ সিদ্দিকী এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ-উজ-জামান বিচারক ছিলেন। ইংরেজি থেকে অনুবাদ করা আমেরিকান রূপকথা ‘রিপভ্যান উইঙ্কল’ গল্পটি কর্মসূচিতে পরিবেশনের জন্য বেছে নেয়া হয়। কর্মসূচিতে প্রতিযোগীদের ব্যক্তিগত এবং দলগত কৃতিত্ব বিবেচনায় এনে ফলাফল প্রকাশ করা হয়। কর্মসূচিতে দলগতভাবে গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। সভাপতি উপস্থিত সবাইকে নিয়ে আহরণ শপথ পাঠ করেন। অনলাইন মিটিং সঞ্চালনা করেন আহরণের সদস্য রসায়ন (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র আশীষ নাথ। বিজ্ঞপ্তি