গরু পাচারকাণ্ডে মাসে ২ কোটি রুপি পেতেন অনুব্রত

6

পশ্চিমবঙ্গের গরু পাচার মামলায় চাঞ্চল্যকর তথ্য পেলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। গরু পাচারের জন্য প্রতি মাসে প্রটেকশন মানি হিসেবে অনুব্রত মণ্ডল ২ কোটি রুপি নিতেন! এই মামলায় বৃহস্পতিবারই তৃণমূলের বাহুবলী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। গরু পাচারের অভিযোগ উঠেছে আগেও। তবে এবার সেই মামলায় সবাইকে ধরতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে ইডি’র হাতে গ্রেফতার হন এনামুল হক। এর মাস দুয়েক আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তাদের জিজ্ঞাসাবাদ করে গরু পাচার সংক্রান্ত বিভিন্ন সূত্রের হদিস পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। এবার সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, এনামুল আর সায়গলের বক্তব্য মিল পাওয়া গেছে। অনুব্রতর সঙ্গে যে অর্থ সংক্রান্ত ‘ডিল’ হতো, সেই তথ্য এসেছে সিবিআই’র হাতে।