গরীব ছাত্রীর শিক্ষার দায়িত্ব নিলো রোটারি রেইনবো

39

রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর রোটা-বর্ষ ২০১৯-২০ এর প্রথম সাপ্তাহিক মিটিং ও প্রেসিডেন্ট কলার হ্যান্ড ওভার অনুস্টান গত ৫ই জুলাই-২০১৯ স্থানীয় একটি হোটেলে বর্তমান প্রেসিডেন্ট রোটা. খায়ের আহমেদ পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা ৩২৮২’র কর্ণফুলী জোনের লেঃ-গভর্নর রোটাঃ মাহফুজুল হক, এডিঃ লেঃ-গভর্নর রোটাঃ মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর রোটাঃ আকবর হোসাইন, ক্লাব এডভাইজার রোটাঃ লতিফ আনোয়ার চৌধুরী, রোটাঃ আমিন সোহেল, রোটাঃ আবু আজমল পাটান, রোটাঃ রোহেলা খাঁন চৌং, চার্টারড প্রেসিডেন্ট রোটাঃ জাহেদা আকতার মিতা, আই পি পি রোটাঃ আবদুল মামুন বাহার, এসিস্টেন্ট গভর্নর এমদাদুল আজিজ চৌং ও রোটাঃ রকিউদ্দীন রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রোটা. মুর্তুজা, প্রেসিডেন্ট রোটা. শায়লা মাহমুদ, প্রেসিডেন্ট রোটা. দেবদুলাল ভৌমিক, প্রেসিডেন্ট রোটা. ডা. সুমন রহমান, প্রেসিডেন্ট রোটা. শাহ আলম, প্রেসিডেন্ট রোটা. নুর আলম সিদ্দিকী, রোটা. আশেক ই এলাহী ও রোটাঃ আরিফ শাহরিয়ার। উক্ত সভায় ডিস্ট্রিক ৩২৮২’র অগ্রাধিকার গোল এর আওতায় একজন এসএসসি পাশ করা গরীব ছাত্রীর ৩ বছর শিক্ষার যাবতীয় দায়িত্ব ক্লাব কর্তৃক গ্রহণ করা হয়। বর্তমান প্রেসিডেন্ট রোটাঃ খায়ের আহমেদ ক্লাবের সকল রোটারিয়ানদেরকে রোটঃ বর্ষ ২০১৯-২০২০ “রোটারী মেল-বন্ধন বিশ্বজুড়ে” থিম সম্বলিত রোটারী পিন সরবরাহ করে স্মাগত জানান। বিজ্ঞপ্তি