গরিবদুঃখী মানুষের পাশে থাকা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব

23

রামুতে এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ
কক্সবাজারের রামুতে পবিত্র রমজান উপলক্ষ্যে এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড, বাংলাদেশ এর উদ্যোগে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম ও দরিদ্র জনসাধারণের এলাকার এতিম পরিবারের শিক্ষার্থীদের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার, ২৮ মার্চ সকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। সোশ্যাল এইড, বাংলাদেশ এর চেয়ারম্যান প্রসুন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন ও রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।
অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক-সুজন রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ, সোশ্যাল এইড, বাংলাদেশের দাতা সংস্থার প্রতিনিধি মি. ভার্জিন, সোশ্যাল এইড বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. নুরুল আজিম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আকতার, কক্সবাজার প্রোগাম ম্যানেজার এম নাসির উদ্দিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু শাখার সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ফতেখাঁরকুল ইউপি সদস্য বিপুল বড়–য়া, রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সোশ্যাল এইড, বাংলাদেশের চেয়ারম্যান প্রসুন কান্তি বড়ুয়া জানান- পবিত্র রমজান উপলক্ষ্যে রামু উপজেলার দুর্গম ও দরিদ্র এলাকার এতিম পরিবারের শিক্ষার্থীদের ৭০ পরিবারকে এসব চাল, ইফতার সামগ্রীও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সংস্থার উদ্যোগ বিভিন্ন শিক্ষা ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। রামু প্রতিনিধি

সাতকানিয়ায় মহিলা আ.লীগ
সাতকানিয়া উপজেলা বনফুল ও কিষোয়ান গ্রæপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মন্ত্রে দীক্ষিত হয়ে নিজের জীবন উজাড় করে দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই শেখ হাসিনার নির্দেশে আমিও যত দিন বেঁচে থাকি ততদিন মানুষের জন্য নিজেকে নিবেদন করতে পিছপা হবো না। তিনি গতকাল (শুক্রবার) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। বক্তব্য দেন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল করিম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাবেক কাউন্সিলর শিকু আরা বেগম, ছদাহা ইউ.পি সদস্য শম্পা দেবী সোমা ও হামিদা বেগম প্রমুখ। অপরদিকে, একইদিন শুক্রবার দপুরে এওচিয়া ইউনিয়নে এম. এ মোতালেবের ব্যক্তিগত অর্থায়নে বিতরণ করা হয় ইফতারসামগ্রী।
এতে প্রধান অতিথি ছিলেন, এম,এ মোতালেব সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন, এওচিয়া ইউ.পি চেয়ারম্যান আবু ছালেহ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম, ইউ.পি সদস্যগণ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

রাউজান হক কমিটি
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এয়াছিন নগর শাখার উদ্যোগে মহান ২২চৈত্র গাউসুল আযম বিল বিরাসত শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)’ও বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (৩১ মার্চ) সকালে এয়াছিন নগর দায়রা শরীফ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তৈয়ব মাষ্টার। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন টিপু সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য, সাংবাদিক শফিউল আলম, রাউজান ‘ক’ জোনের সমন্বয়ক মোঃ মামুন মিয়া, ইউপি সদস্য ডাঃ নুরুল আলম, ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদুল আলম ,আহমদ ছাপা, আব্দুল খালেক, তসলিম উদ্দীনসহ সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

চন্দনাইশে মুক্তিযোদ্ধা সংসদ
আগামী ২০ মে চন্দনাইশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ৩১ মার্চ বিকালে বরকল একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খানের সভাপতিত্বে মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে ফেরদৌসুল ইসলাম খানকে কমান্ডার, জয়নাল আবেদীনকে ডেপুটি কমান্ডার, মো. বাকেরকে সাংগঠনিক কমান্ডারসহ ১১ সদস্যের একটি প্যানেল ঘোষণা করা হয়। এতে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা যথাক্রমে অবসর প্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হক, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, আবদুস শহিদ মো. মাসুদ, জয়নাল আবেদীন জুনু, মো. বাকের, মো. জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য যে, চন্দনাইশে ১১১ জন মুক্তিযোদ্ধা ভোটার তালিকা প্রকাশ করা হলেও এদের মধ্যে ৮ জন মৃত্যু বরণ করেছেন, ৫ জন দেশের বাহিরে, ৫ জন ভিআইপি মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানা যায়। অপরাপর মুক্তিযোদ্ধাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হবে নতুন নেতৃত্ব। চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভা গাউছিয়া কমিটি
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ৩১ মার্চ বিকালে চন্দনাইশ পৌরসভার খানকায়ে কাদেরীয়া তৈয়বিয়াতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি কমর উদ্দীন ছবুর, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মাওলানা খোরশেদ আলম রেজভী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, আলোচনা অংশ নেন মাও. আবু ইউসুফ নুর, শহিদুল আলম, মারুফ রেজা প্রমুখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. আবু ইউসুফ নুর। চন্দনাইশ প্রতিনিধি

গাউসিয়া কমিটি হাবিলাসদ্বীপ শাখা
গাউসিয়া কমিটি হাবিলাসদ্বীপ শাখার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এসব ইফতার সামগ্রী গত ৩১ মার্চ, শুক্রবার পাঁচরিয়াস্থ নূর সোপ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিটির সভাপতি নুর ছোবহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুুহাম্মদ বেলাল হোসেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন কমিটির উপদেষ্টা মুুহাম্মদ মহিউদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আবছার। প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন শাহজাদা ইদ্রিস চৌধুরী (সেলিম), শাহজাদা কাজী আলমগীর, কে.এম.আকতার হোসেন মাস্টার, সেকান্দর সাগর, শাহজাহান সাজু, মাওলানা কুতুব উদ্দীন, জসীম উদ্দীন, হায়দার আলী, মাওলানা শউকতুল ইসলাম, কুতুব উদ্দীন, নুর আলী চৌধুরী। উপস্থিত ছিলেন আবু সৈয়্যদ, মুহাম্মদ ইলিয়াস, মহিউদ্দীন খাঁন, মুুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ বাবলু, তৌহিদুল ইসলাম, মুনির উদ্দীন ইখতেয়ার, আবু আহম্মদ, মুহাম্মদ সেলিম সওদাগর, মুহাম্মদ লিটন, টিপু সুলতান প্রমুখ। হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পটিয়া প্রতিনিধি

দক্ষিন হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদ
ঘরে ঘরে সাহরী ও ইফতার পৌঁছে দিয়েছে রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদ। গত বুধবার দক্ষিণ হিংগলা, কলমপতি, শান্তি নগর এলাকার ১৫০ গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মানবিক মেয়র মুহাম্মদ জমির উদ্দিন পারভেজ। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোলাইমান মেম্বার, সাবের হোসেন, ওবায়দুল হক চৌধুরী মাহমুদ, আরো উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক, আবু হানিফ, আবু জাফর, আরহান উদ্দিন, মোরশেদ সিকদার, নাছির উদ্দীন, জমির উদ্দিন, রিজোয়ান চৌধুরী, মাকসুদুল আলম সুমন, মিজানুর রহমান, এ.আর রাশেদ, নিজাম উদ্দিন, বকুল, ইরফাত, ফরহাদ, সুলতান, রাহাত, ইফতেখার, ফয়সাল, সাকিব, অহিদ, মুন্না, মিনহাজ, তানভীর, নয়ন প্রমুখ।

রাউজান খেলোয়াড় সমিতি
রাউজান খেলোয়াড় সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫শ নারী-পুরুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সংগঠনের উপদেষ্ঠা ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও মো. এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, তসলিম উদ্দিন, ওসমান গণি রানা, বাদশা সওদাগর, সৈয়দ মো. কামাল উদ্দিন, আবুল মনসুর, কাজী শাহাদাত উল্লাহ, সাদিকুজ্জামান শফি, মো. ইলিয়াছ, তৈয়ব চৌধুরী, ছাবের হোসেন, মো. আসিফ, সোহেল রানা, মো. মিয়া, সাইদুল ইসলাম, শাখাওয়াত হোসেন চৌধুরী, মাওলানা নুর মোহাম্মদ, মোহাম্মদ আলী, দিদারুল আলম বাবু, আবুল মনছুর, শাহাজান মিয়া, কেএম আজাদ রানা, মোরশেদুল আলম, মোজাহেরুল হক সোহেল, মো. মনছুর, রুবেল, ছমি উদ্দিন নিজাম, কাজী আবদুল হাকিম সেলিম, মো. রুবেল।

রাউজান বেবি টেক্সি চালক সমিতি
রাউজান রাঙামাটি বেবি টেক্সি চালক সমিতির উদ্যোগে সমিতির ৫শ’ সদস্যদের মাঝে ৪ লক্ষ টাকার ইফতার ও সাহরি সামগ্রী জলিল নগরস্থ সংগঠন কার্যালয়ে বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সমিতির সভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি সহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, কোষাধ্যক্ষ মো. এমরান, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, সমিতির সদস্য মো.লিটু এনাম, মো.জাফর, মো.জাহিদ হাসান জনিসহ সকল সদস্যবৃন্দ।

চন্দনাইশ পৌরসভা আ.লীগ
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৩১ মার্চ বিকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিনুল্লাহ (রঃ) মসজিদে সংগঠনের সভাপতি এম. কায়সারের উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান। আলোচনায় অংশ নেন আ.লীগ নেতা যথাক্রমে নবাব আলী, জাবেদ মোহাম্মদ গাউস মিল্টন, আকতারুজ্জামান রবিউল, হামিদুর রহমান চৌধুরী, মোজাফ্ফর আহমদ, সেলিম উদ্দীন, মো. ইব্রাহীম, মোসলেম উদ্দীন, মোরশেদুল আলম, আবুল বশর, মাও. ফরিদুল ইসলাম, মাও. আবুল কাশেম নুরী প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল কাশেম নুরী।
চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চন্দনাইশের শিক্ষার্থীদের সংগঠনের চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩১ মার্চ বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নোমান বিন হাসান রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, রিহ্যাব চট্টগ্রামের প্রেসিডেন্ট আবদুল কৈয়ুম চৌধুরী, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, জাহাঙ্গীর আলম, ব্যাংক ম্যানেজার মো. মনির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র পক্ষে যুুবলীগ নেতা কামাল
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র পারিবারের মাঝে ১ এপ্রিল, শনিবার সকাল ১১টায় সাতকানিয়া পৌর ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ অফিস কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও সাতকানিয়া পৌর ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ কামালের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা জাকারিয়া’র সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, যুবলীগ নেতা কাজী এনামুল হক, মোহাম্মদ সানি, মোহাম্মদ আলম, মোহাম্মদ আমিন প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা মাহে রমজান মাসে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং ভবিষ্যতে এই ধরনের মানবিক সেবা অব্যাহত থাকবে বলে জানান। এসময় ১০০ শত হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আব্দুল মালেক চৌধুরী ফাউন্ডেশন
পটিয়ার আব্দুল মালেক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কুসুমপুরা ইউনিয়নে তুলনামূলক কম স্বচ্ছল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর উর রশিদ চৌধুরী এজাজ।
এসময় নুর উর রশিদ চৌধুরী এজাজ সমবেতদের উদ্দেশ্যে বলেন, মানবসেবার মহানব্রত নিয়ে প্রতিষ্ঠিত আব্দুল মালেক চৌধুরী ফাউন্ডেশন একটি সম্পূর্ণ দাতব্য ও সেবাধর্মী প্রতিষ্ঠান। গরীব ও দুস্থ মানুষের শিক্ষা, চিকিৎসা ও নানা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে এ ফাউন্ডেশন। তিনি আরো বলেন, সংযমের এ মাসে জাকজমকপূর্ণ মাহফিলে অতিরিক্ত অর্থ ব্যয় না করে গরীব ও অস্বচ্ছল রোজাদারদের মাঝে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ করতে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। প্রতি মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী গরীব দুঃখী মানুষের চিন্তা করেন, তাদের ভাগ্যোন্নয়ের জন্য কাজ করেন। গরীব দুঃখী মানুষের পাশে থাকা সকল সামর্থ্যবান মানুষের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব।
পরে তিনি ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

পেকুয়া উপজেলা প্রেসক্লাব
পেকুয়া উপজেলা প্রেসক্লাবের ত্রৈমাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.দিদারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম কপিল উদ্দিন বাহাদুর, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সদস্য বেলাল উদ্দিন বিল্লাল, রেজাউল করিম, আশাদুজ্জমান অপু, জালাল উদ্দীন, শাহ জামাল, মোঃ সাগর ও আরমান হোছাইন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন প্রথম আলোর চকরিয়া- পেকুয়া প্রতিনিধি সাংবাদিক এস.এম হানিফ, আমার সংবাদ পত্রিকার পেকুয়া প্রতিনিধি নাজিম উদ্দীন, দৈনিক সুপ্রভাত পত্রিকার প্রতিনিধি এস.এম জুবাইদ প্রমুখ। পেকুয়া প্রতিনিধি

পেকুয়া নূর-আয়েশা খান ফাউন্ডেশন
কক্সবাজারের পেকুয়ায় হত-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন নূর আয়েশা খান ফাউন্ডেশন। শুক্রবার দুপুর ২টায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খানের বাস ভবন থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। নূর-আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খান ও রেমিট্যান্স যোদ্ধা এবং সংগঠনের দায়িত্বশীলদের আর্থিক সহায়তায় ২০০ হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা এম দিদারুল করিম, উদ্বোধক ছিলেন উপদেষ্টা ডক্টর সৈয়দ নাহিদুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান সমন্বয়ক বর্তমান উপদেষ্টা আজগর হোসেন ও মোঃ ওসমান গনি, উপজেলা সমন্বয়ক তারেক নাজেরী, দেলোয়ার হোসেন, ইফতেখারুল ইসলাম ইফতি, তারেক নাজেরি, মোহাম্মদ গোলাম আজম, আরমান বিন কাশেম, মোহাম্মদ মুবিনুল হক, শাহেদ ইকবাল মামুন, মোহাম্মদ জুবাইর, মোহাম্মদ আজিম সাদেকুর রহমান, মোহাম্মদ জিয়া, আলী মুরশেদ। পেকুয়া প্রতিনিধি

ফ্রান্স আ. লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী
মাহে রমজান উপলক্ষ্যে হাটহাজারীতে ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিমের পক্ষ থেকে গরীব, অসহায় ও নিম্নবিত্ত মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে তিনি তার গ্রামের বাড়ি ফতেপুর ইউনিয়নের প্রায় ৪শ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী বিতরণকালে মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম বলেন, বৈশ্বিক মন্দার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে ইফতার পার্টি না করে সেই টাকা গরীব অসহায় ও নিম্নবিত্ত মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের যে নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেটাই প্রমাণ করে তিনি সবসময় সাধারণ মানুষদের কথাই ভাবেন। তিনি সমাজের সকল সামর্থ্যবানদের প্রতি নিম্ন বিত্তের মানুষদের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন- ফতেপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য শফিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইফতিয়াজুল আলম কাজল, জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মিন্টু, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রগতিশীল কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতেয়ার হাসান, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব ও যুবলীগ নেতা আবছার প্রমুখ। হাটহাজারী প্রতিনিধি

চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি
চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেন, রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস।
এ মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে দেশের মানুষ অসহায়। অবিলম্বে জিনিসপত্রের দাম জনগণের ক্ষয ক্রমতায় আনার আহŸান জানানো হয়। চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্কাস খানের সভাপতিত্বে, সাধারণ শওকত ও যুগ্ম সম্পাদক বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইসহাক চৌধুরী এসব কথা বলেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল হালিম, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য হাজি নুরুল আলম, মোহাম্মদ মোসলেম মিয়া, রেজা মুন্সি, হাজি বেলাল, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাঈল, বোয়ালখালী পৌর সভা যুবদলের সাবেক সাধারণ সাম্পদক গোলাম হোসেন নান্নু, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাবেদ আহমেদ রাসেল, উপজেলা যুবদল নেতা মোঃ দিদার, শওকত, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আরফাত চৌধুরী, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আলফাদ নুর, বাপ্পারাজ, দিদারুল আলম সহ প্রমুখ। বিজ্ঞপ্তি