‘গন্ডি’তে জুটিবদ্ধ হলেন সব্যসাচী-সুবর্ণা

143

চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন দুই বাংলার দুই নন্দিত অভিনয়শিল্পী সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। ফাখরুল আরেফিন খানের পরিচালনায় নির্মাণাধীন চলচ্চিত্র ‘গন্ডি’র কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করবেন তারা। রবিবার কলকাতা থেকে নির্মাতা ফাখরুল আরেফিন খান জানালেন, তার নির্মাণাধীন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। চলচ্চিত্রটিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বিপরীতে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের ভূমিকায় অভিনয় করবেন তারা। এ দু’টি চরিত্রের সম্পর্কের সূত্র ধরেই এগিয়ে যাবে চলচ্চিত্রটির কাহিনী। ফাখরুল আরেফিনের ভাষ্যে, ‘চরিত্র, বয়স, অভিনয় দক্ষতা এবং চরিত্রের সঙ্গে সামঞ্জসতা এবং সর্বোপরি আমাদের সুবর্ণা মুস্তাফা আর কলকাতার সব্যসাচী চক্রবতীকে বাংলা চলচ্চিত্রে অসাধারণ জুটি হিসাবে দেখতে পাচ্ছি।’ ফ্রেন্ডশিপ হ্যাজ নো বাউন্ডারি—এই ট্যাগলাইন নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গন্ডি’। নির্মাতা বলেন, ‘মানুষের জীবনের সৌন্দর্যের গল্প- যা গন্ডিবদ্ধতার কারনে নস্ট হয়। ফিরে আসুক সেই সুন্দর ভেংগে যাক বৃত্তবদ্ধতা। এমন চেতনাকে উপজিব্য করে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।’
স¤প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির প্রথম পর্বের শুটিং। তাতে অংশ নেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ ও শিশুশিল্পী ফিয়োনা। চলচ্চিত্রটির দ্বিতীয় পর্বের শুটিং অনুষ্ঠিত হবে কক্সবাজারে। আগামী ২৫ মার্চ থেকে ছবিটির দ্বিতীয় অংশের শুটিংয়ে অংশ নেবেন সুবর্ণা ও সব্যসাচী। নির্মাতা ফাখরুল আরেফিন খান নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটি দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছে। ‘গন্ডি’-এ নির্মাতার দ্বিতীয় নির্মাণ।