গণ-অধিকার ফোরামের সভা

28

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন ২০১৯ চূড়ান্ত অনুমোদনে জনগণ চরমভাবে হতাশ। কেননা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতিতে একদিকে জনগণ দিশেহারা, এর উপর গ্যাস-বিদ্যুৎ জ্বালানি তেলের দাম বছরে একাধিকবার বাড়ানোর যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেশের জনগণকে গলাটিপে হত্যা করার সামিল। আমরা সাধারণ জনগণের স্বার্থে এই প্রস্তাবণার চরম বিরোধিতা করছি ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণঅধিকার ফোরাম চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা, মহানগর শাখার যৌথ উদ্যোগে গত ৭ জানুয়ারি বিকেল ৩ ঘটিকার সময় চকবাজারস্থ সংগঠনের মহানগর কার্যালয়ে গণঅধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দীন হোসেন নুরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, দেশের বিদ্যুৎ জ্বালানি সেক্টরে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হন। জনগণের কষ্টের অর্জিত টাকা বিভিন্ন কায়দায় তারা দুর্নীতির মাধ্যমে তছরুপ করে থাকে। এই দুর্নীতিবাজদের অপসারণ না করে বিদ্যুৎ, জ্বালানির দাম বাড়িয়ে জনগণের রক্ত চুষে নেওয়া হলে আপামর জনতা তা কখনো মেনে নেবে না। অবিলম্বে অনুমোদনকৃত আইন বাতিল করুন। না হয় এর প্রতিবাদে জনগণকে সাথে নিয়ে চরম আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চগঅফোরামের উত্তর জেলার আহŸায়ক আলহাজ্ব নুরুল হাকিম লোকমান, ভাইসচেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশীদ মেম্বার, মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, এসএম আব্দুল মাবুদ, চগঅফোরামের দক্ষিণ জেলার যুগ্মআহŸায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ দোহাজারী । আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা অধ্যাপক আবদুস সাত্তার সামস, কাউন্সিলর দোস্ত মোহাম্মদ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জহিরুল আলম, যুগ্মমহাসচিব মোহাম্মদ দিদারুল আলম, মোঃ নুরুদ্দিন হোসেন নুরু, জাফর আহমেদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোলায়মান বাদশা, মহিলা বিষয়ক সম্পাদিক নার্গিস আলম চৌধুরী, শিল্পবিষয়ক সম্পাদক আলহাজ্ব নওশা মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক সালাউদ্দিন সাহেদ, সহকারী মহাসচিব মোহাম্মদ জানে আলম, এডভোকেট এনামুল হক, মোহাম্মদ নুরুন্নবী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আলমগীর, সহদপ্তর সম্পাদক এ কে এম আবুল কাশেম, অফিস সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি