গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সভা

4

দুর্নীতি-ফ্যাসিবাদীদের দুষ্টচক্র উচ্ছেদের লক্ষ্যে জবাবদিহিতাপূর্ণ জনগণের গণতান্ত্রিক ক্ষমতা, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহব্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফর উল­াহ চৌধুরী। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভায় প্রধান বক্তা ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারি পরিষদ এর মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমীর উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমী। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলার সদস্য সচিব ফরহাদ জামান জনি। বক্তব্য দেন মির্জা আবুল বাসার, অপূর্ব নাথ, নাসির জসি, এড. ফাহিম শরীফ, শওকত আলী। সভায় সংগঠনের বিভিন্ন থানা শাখা ও সহযোগি সংগঠন থেকে বক্তব্য দেন শহীদ শিমুল, সাধন ধর, মো. ইসহাক, নুরুন্নেছা মুন্নি, রিপন বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি ডা. জাফরুল্ল­াহ বলেন, উন্নয়নের নামে সরকার কোটি কোটি টাকা লুটপাট করছে। এই উন্নয়ন কতটা জনগণের স্বার্থে হচ্ছে সেটা প্রতিনিয়ত জনগণের ভোগান্তির মাধ্যমে বুঝা যাচ্ছে। জোনায়েদ সাকি বলেন, শাসকরা দেশেকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। তারা দেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলে, আর আমরা দেখি মানুষ নালায় পড়ে মরছে। তারা মানুষের ন্যূনতম কোন দায়িত্ব নিচ্ছে না। বক্তারা বলেন, যারা জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলছে তাদেরকে নানা আইন তৈরি করে গ্রেফতার করা হচ্ছে। সেটাও না পারলে পেশিশক্তি দিয়ে দমন নিপীড়ন করা হচ্ছে । এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিপীরিত পথে হাঁটছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নাই। বিজ্ঞপ্তি