গণমুক্তি ইউনিয়নের নিন্দা জ্ঞাপন

12

 

গন্ডামারা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের তিন মাসের বকেয়া পাওনা না দেওয়ার প্রতিবাদে ১৭ এপ্রিল সকাল ৯টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে ৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত করার প্রতিবাদে গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে জেলা সমন্বয়ক কমরেড রাজা মিঞা ও জেলা নেতা নজরুল ইসলাম ও লুৎফুন নেছা আঁখি যুক্ত বিবৃতিতে এ হতাহতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল দুপুর ১টায় বাম ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় আহŸায়ক কমরেড নাসির উদ্দিন আহম্মদ নাসু সহ বিভিন্ন বাম প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ বাঁশখালীতে পুলিশের গুলিতে আহত ব্যক্তিদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। নেতৃবৃন্দ হতাহতের আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করেন। বিজ্ঞপ্তি