গণপূর্ত ভবনে হামলার ঘটনায় একজন গ্রেপ্তার

13

নগরীর আগ্রাবাদের গণপূর্ত ভবনে হামলার ঘটনায় আদনান শাহরিয়ার তমাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর ভাগ্নে।
গতকাল সোমবার নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা।
এর আগে রবিবার সন্ধ্যা সাতটায় নগরীর আগ্রাবাদের গণপূর্ত ভবনে হঠাৎ হামলা চালান আদনান শাহরিয়ার তমালের নেতৃত্বে চিহ্নিত একদল সন্ত্রাসী। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় গণপূর্ত ভবনের বাইরের থাই গ্লাস, ভেতরের ইলেকট্রনিক বোর্ড ছাড়াও সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত গাছের টব ভাঙচুর করেন তারা।
জানা গেছে, আগ্রাবাদের গণপূর্ত ভবন ঘিরে সন্ধ্যার পর থেকেই বসে মাদকের আসর। স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগে জানা গেছে, আদনান শাহরিয়ার তমাল বছরখানেক আগে ইয়াবা মামলায় জেল খেটে বের হওয়ার পর ১৫-২০ জনের একটি গ্রুপ নিয়ে গণপূর্ত ভবনে গড়ে তুলেছেন মাদকের আস্তানা।
এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা পূর্বদেশকে বলেন, গণপূর্ত ভবনে হামলা সংক্রান্ত বিষয় নিয়ে আদনান শাহরিয়ার তমালকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০১৯ সালের ২৬ নভেম্বর হালিশহর থানার গুলবাগ এক্সেস রোডের জনৈক মাহবুবের বাসায় অভিযান চালিয়ে আদনান শাহরিয়ার তমালকে ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব-৭।