গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবি

2

 

চট্টগ্রাম দক্ষিণজেলা যাত্রী উন্নয়ন পরিষদের সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন এক যুক্ত বিবৃতিতে দেশের গণপরিবহনের সাধারণ যাত্রীদের ওপর নৈরাজ্য বন্ধ তথা তেলের দাম বৃদ্ধির অজুহাতে দ্বিগুণ বা তাঁর বেশি ভাড়া বন্ধের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দরা বলেন, তেলের দাম বাড়লেও গ্যাস, সিএন্ডজি চালিত গাড়ীগুলোও সাধারণ যাত্রীদের থেকে দ্বিগুণহারে ভাড়া আদায় করছে তা কোনভাবে কাম্য নয়। নেতৃবৃন্দরা গণপরিবহন নৈরাজ্য ও সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপের আহব্বান জানান। প্রয়োজনে সরকারকে গণপরিবহনে ভুর্তকি দিয়ে সাধারণ যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া না নেওয়ারও অনুরোধ করা হয়।