গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

5

নিজস্ব প্রতিবেদক

গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে দুই নম্বর গেট এলাকায় এ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি মিছিল জিইসি মোড় গিয়ে শেষ হয়। বিক্ষোভকালে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুনে নানা স্লোগান লিখে যৌক্তিক আন্দোলনের বিষয় তুলে ধরেন। সমাবেশ থেকে আরো বিভিন্ন দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল করা, পরিবহন খাতে শ্রমিকদের ওপর চলমান সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানো, রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামে তো হাফ পাসের সিস্টেমই নেই। ৩ নম্বর ও ৪ নম্বর বাসে হাফ ভাড়া দিতে গেলে হেলপাররা শিক্ষার্থীদের সাথে ঝগড়া করেন। প্রশাসন সুদৃষ্টি দিলে চট্টগ্রামে শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হবে না। অতিরিক্ত ভাড়া বহন করতে আমাদের কষ্ট হচ্ছে। সামান্য পথ পাড়ি দিতে আমাদের অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। গ্রাম থেকে এসে আমরা টিউশন করে চলি। টিউশনের টাকা গাড়ি ভাড়া দিতেই চলে যায়। সারাদেশে গণপরিবহনে অর্ধেক ভাড়ার যে দাবি উঠেছে তা বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।