গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই

18

 

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের ভারপ্রাপ্ত সমন্বয়কারী কমরেড ফকরুদ্দিন কবির আতিক বলেছেন, এ দেশে বিগত ১৩ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও পঞ্চাশ বছরের পুঁজিবাদী শোষণে দেশের জনগণ আজ বিপর্যস্ত। এর মধ্যে করোনায় নতুন করে গরীব হয়েছে প্রায় সাড়ে তিন কোটি, বেকার হয়েছে আড়াই কোটি মানুষ। প্রায় ৭৭ শতাংশ মানুষের আয় কমেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংসার চালাতে বেশিরভাগ মানুষের নাভিশ্বাস হচ্ছে। এই অবস্থায় আওয়ামী লীগ সরকার মানুষের জীবনমান রক্ষায় উদ্যোগ না নিয়ে উল্টো এই সময়েই ডিজেল-কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। একদিকে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের জীবনে প্রবল অভাব, অন্যদিকে কোটিপতি মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। দেশি বিদেশি পুঁজিপতি গোষ্ঠীর শোষণ ও লুটপাট অবাধ রাখতেই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসন চলছে। মতপ্রকাশের ন্যূনতম অধিকারও আজ কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে দেশের মানুষের উপর চেপে বসা ফ্যাসিবাদী দুঃশাসনকে উচ্ছেদ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বামগণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
১০৪তম রুশ নভেম্বর বিপ্লববার্ষিকী ও পার্টির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল ২৬ নভেম্বর নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা আহবায়ক কমরেড মানস নন্দীর সভাপতিত্বে ও জেলা নেতা জাহেদুন্নবী কনকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব কমরেড শফিউদ্দিন কবির আবিদ। সমাবেশ শেষে পুলিশ মিছিল করতে না দেয়ার ঘটনায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি