‘গণআন্দোলন দমানোর শক্তি আওয়ামীলীগের নেই’

12

 

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী সরকারের লুটপাটে মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সরকারের দেশ ও স্বাধীনতাবিরোধী সকল কর্মকাÐ এখন জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারকে পদত্যাগে সারাদেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের এমন কোন শক্তি নেই, জনগণের এই আন্দোলনকে দমানোর জন্য। তিনি ৮ সেপ্টেম্বর নিউ মার্কেট মার্কেটস্থ দোস্ত বিল্ডিংয়ে ৩১নং আলকরণ ওয়ার্ডের ‘সি’ ইউনিটের সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। দ্বিতীয় অধিবেশনে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কোতোয়ালী পুনর্গঠন কমিটির টিম প্রধান এম এ আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুনর্গঠন টিমের সদস্য মোহাম্মদ আব্দুল হালিম শাহ আলম, আব্দুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মানি, জাকির হোসেন, ওয়াহিদুল আলম, আব্দুল বাতেন, মঞ্জুর কাজের মিন্টু, দিদারুল আলম লাবু, জসিম মিয়া। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সংগ্রাম, মোহাম্মদ সেলিম, রাসেল নিজাম, জসীম উদ্দিন, নাজমুল হোসেন লিটু, আব্দুল মান্নান, আব্দু শুক্কুর, আবুল কালাম, মোহাম্মদ ইউসুফ, মাহমুদুর রহমান অভি, মোহাম্মদ রিয়াদ, আব্দুল কাদের ফিরোজ, যুবদল নেতা মো. মাইনুদ্দিন, মোহাম্মদ বায়জিদ, শিপন, মোহাম্মদ কাসেম প্রমুখ।
এম এ আজিজ ৩১নং আলকরণ ওয়ার্ডের ‘সি’ ইউনিটের সম্মেলনে হাজী ইদ্রিসকে সভাপতি, দিদারুল আলম লাবুকে সাধারণ সম্পাদক, নিউটন দাসকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মো. জাহাঙ্গীরকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি