খোকার মনে প্রশ্ন

22

জানতে চেয়েছি, তাই সার্চ করে গুগোলে
আছে পরিমাপ? আমাদের এই ভূগোলে।

লক্ষ তারা শুন্যে কেমনে ভাসে
কিসের উপর দাঁড়িয়ে সূর্য হাসে?
চন্দ্র এসে এতো আলো দেয় কেমনে
উঁকি দিয়ে যায় এসব প্রশ্ন যে মনে।

আকাশ নামীয় মহাশূন্যে আছে কিছু?
তবুও কেন আমরা নিয়েছি তার পিছু।
দিনের বেলা এতো আলো আসে কী করে?
ভাবতে গিয়ে গোলমাল বাঁধে শিখরে।

রাতেই কেন বা কালো আঁধারে ঢাকে
উত্তর পারো বালোতো জিগায় কাকে?
ডিসেম্বর ও জানুয়ারি দুই মাসে
কোত্থেকে হিম, এতো ঠান্ডা আসে।

আবার কখনো ঝম্ ঝম্ বারিধারা
ভেবেতো পাইনা পাঠায় এসব কারা?
সাগরে এলো কোত্থেকে এতো পানি
কোথায় থাকেন শীত, শরতের রানি?

প্রচন্ড তাপ শরীরে কেমনে লাগে
খোকা মনে তাইতো প্রশ্ন জাগে।
আমার প্রশ্ন অন্যকে দেয় কি নাড়া
দিন-রাত ভেবে পাচ্ছি না কূল কিনারা।

এই ভাবে দিন রাত্রি যাচ্ছে কেটে
পাইনা জবাব, এতো এতো বই ঘেঁটে।