খেলার রাতে রান্না হয় বিরিয়ানি এলাকাটি যেন এক টুকরো ব্রাজিল

12

মিরসরাই প্রতিনিধি

কাতার বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে তারা সংগঠিত হয়েছেন। ব্রাজিলের পতাকার মিশেলে সাজিয়েছেন পাড়ার কয়েকটি দোকান ঘিরে গড়ে উঠা ছোট্ট বাজারও। সেখানে ঠাঁই পেয়েছে দলের ৬০ সমর্থকের ছবিসহ বিশালাকৃতির ব্যানার। রয়েছে ব্রাজিল স্কোয়াডের খেলোয়াড়, কোচসহ সারি সারি ত্রিশাধিক পেস্টুন। বাজারকে ঘিরে দুই পাশে লাল সবুজের দেশ ও ব্রাজিলের পতাকার সমন্বয়ে তৈরি করা হয়েছে গেট। এটা যে, কোন ব্রাজিল ভক্তের কাণ্ড দেখে তা সহজে অনুমান করা যায়। হ্যাঁ বলছি মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম আজমনগর সিএনজি স্টেশন এলাকার কথা। আর এসব আয়োজনের নেপথ্যের কারিগর ব্রাজিল সমর্থক মিরসরাই সমিতি কুয়েতের সভাপতি কামাল হোসেন।
জানা যায়, কামাল হোসেন প্রবাসে থাকার সুবাদে ব্রাজিলের রোনালদিনহো, পেলে, গিলভারটো সিলভাসহ অসংখ্য খেলোয়াড়েদের সাক্ষাতের সুযোগ পান। সেই থেকে তার ফুটবল দল ব্রাজিলের প্রতি ভালবাসা জন্মে। তারই সার্বিক দিকনির্দেশনায় এলাকায় এই আয়োজনে সহযোগিতার হাত বাড়ান প্রবাসী ওমর ফারুক, ইকবাল হোসেন, নুর হোসেন, হারুনুর রশিদ, কামরুল হাসান পলাশ, বিপু, জহির, রানা ভূঁইয়া, আজিম উদ্দিন, সুজন খান, মিজান, শাহীন আলম, মেহেদী, সাকিবসহ মধ্যম আজমনগরের একঝাঁক ব্রাজিল সমর্থক। কামাল হোসেন জানান, ব্রাজিলের খেলার দিন এখানে বিরিয়ানীর আয়োজন করা হয়। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থায় সবাই উৎফুল্ল থাকে। বাজারের সড়ক ঘিরে বাংলাদেশ ও ব্রাজিলের অনেকগুলো ছোট বড় পতাকা লাগানো হয়েছে। প্রতিদিনই খেলার সময় ব্রাজিল সমর্থকদের মিলনমেলায় পরিণত হয় এই বাজার।