খেলাঘর আসরের হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন

26

দেশবরেণ্য কথাসাহিত্যিক হুূমায়ুন আহমেদ তাঁর সৃষ্টিশীল কর্মের মাঝে যুগে যুগে বেঁচে থাকবেন। তাঁর লিখনী শক্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনন্য হয়ে থাকবে। বর্তমান কিশোর ও যুব সমাজকে আলোর পথে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হুমায়ূন আহমেদ এর বইপত্রে উৎসাহ দিতে অভিভাবকদের সচেতন হতে হবে। দেশবরেণ্য কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কপোত খেলাঘর আসর ও মৈত্রী খেলাঘর আসর এর যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদ ডেবারপাড়স্থ আসরের পাঠাগার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির অর্থ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সাবেকুন নাহার ঝর্না, সমাজ কল্যান সম্পাদক ফয়েজুর রব (মুন্না), সহ-সাংস্কৃতিক সম্পাদক আয়শা আক্তার (নাজু), খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সদস্য শাহাদাত আলম (ডালিম), সলিমুল্লা চৌধুরী (শাহেদ) সংগীত পরিবেশন করেন সেতু, অনামিকা, মৈত্রী খেলাঘর আসরের পক্ষে সংগীত ও নৃত্য পরিবেশন করেন ফারিহা, অহনা বিথি, ঐশী, সামিয়া, সিনথিয়া, ফারিহা, মারিহা, নাদিয়া, সাদিয়া হোসেন মিম, নেহা, নাভিদ, আরিয়ান, জলছবি খেলাঘর আসরের পক্ষে সংগীত পরিবেশন করেন আলিশা, সুরাঙ্গন খেলাঘর আসরের পক্ষে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন হিমি চাকমা, হুমাইয়ারা আনজুম, সায়রা সালসাবিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন তাছমিয়া আরিফিন। বিজ্ঞপ্তি