খেলাঘরের অগ্রযাত্রার ৭০ বছর উদ্যাপন

9

 

একসময় বেশ কয়েকটি প্রগতিশীল শিশু-কিশোর সংগঠন শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতো। বর্তমানে খেলাঘর ছাড়া অন্যগুলোর তেমন কার্যক্রম দৃশ্যমান নয়। তাই খেলাঘরকে আগ্রনী ভ‚মিকা পালন করতে হবে। গত ২৭ মে বিকালে পটিয়া খলিলুর রহমান ডিগ্রী কলেজে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত সংগঠনের বছরব্যাপী অগ্রযাত্রার ৭০ বছর উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আহমদে ইকবাল হায়দার এ কথা বলেন। জাতীয় মুক্তি সংগ্রামের চেতনায় দেশ গড়তে পাড়ায় পাড়ায় খেলাঘর আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন তিনি।
সংগঠনের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, জেলা কমিটির সহ সভাপতি আবুল ফজল বাবুল, অধ্যাপক ভগীরত দাশ, অধ্যাপক বিপ্লব বসু, সুবিমল ঘোষ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য। সম্পাদক ইসমত আরা দিলশাদ, সজিব কুমার নাথ ও রুপক শীলের সঞ্চালনায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বর্ণরেখা, দিশারী, পূর্বাশা, দ্বীপশিখা ও টংকাবতী খেলাঘরের শিশুশিল্পীরা। বিজ্ঞপ্তি