খেরসনে চূড়ান্ত লড়াইয়ের আগে লুটপাট চালাচ্ছে রাশিয়া

6

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলের মূল্যবান অনেক জিনিস খোয়া যাচ্ছে। খেরসনে ইউক্রেন ও রুশ বাহিনীর বড় ধরনের রক্তক্ষয়ী লড়াইয়ের আগে শহরটি থেকে অ্যাম্বুলেন্স, ট্রাক্টর এবং প্রাইভেটকার চুরি করে নিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, খেরসনের জাদুঘর থেকে ভাস্কর্য চুরি যাওয়ার মতোও ঘটনা ঘটছে। চ‚ড়ান্ত লড়াইয়ের আগে রাশিয়ার সেনারা লুট করা মূল্যবান জিনিসপত্র ডিনিপার নদী পেরিয়ে অন্যদিকে সরিয়ে নিচ্ছে। আর বাসিন্দাদের স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নামে জোরপূর্বক স্থানান্তরের অভিযোগ রয়েছে। তবে অনেকে খেরসন ছাড়তে চাচ্ছে না এখনই। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। খেরসনে একটা চাপা পরিস্থিতি তৈরি হয়েছে। দুই পক্ষ লড়াইয়ের জন্য ভারী অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে বলে কয়েকদিন ধরে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় দখলে নেওয়া খেরসনে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।