খুলশী কলোনিতে ৩৫০ পরিবারের জন্য পানির সংযোগ ব্যবস্থা

49

৮নং শুলকবহর ওয়ার্ড আওতাধীন খুলশী কলোনির পাহাড়ি এলাকায় নিম্ন আয়ের হাজারো পরিবারের বসবাস। এই এলাকার মানুষদের একটি বড় সমস্যা সুপেয় পানির। তদুপরি ওয়াসার পানির সংযোগ না থাকায় পানির সংকটে মানবেতর দিন কাটাতে হতো এই এলাকার মানুষদের। দৈনন্দিন ব্যবহার্যসহ খাবার পানি দূর-দূরান্ত হতে সংগ্রহ করতে হতো। তাদের কষ্ট ঘুচাতে কাউন্সিলর মো. মোরশেদ আলমের আমন্ত্রণে এগিয়ে আসে ফ্রান্সের একটি সংস্থা ‘ওয়াটার এন্ড লাইফ বাংলাদেশ’। সংস্থাটির উদ্যোগে ও সবার জন্য পানি লিমিটেড এর সহযোগিতায় গত ১২ জুলাই বিকেল ৪টায় ওয়ার্ডের খুলশী কলোনি রেল লাইনের পাশে বসবাসকারী নিম্ন আয়ের প্রায় ৩৫০টি পরিবারের জন্য পানির সংযোগ ব্যবস্থার মধ্য দিয়ে water, Sanitation & hygienic In Urban Slum Chattogram Project (Phase-02)) এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের প্রাক্কালে ওয়াটার এন্ড লাইফ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মুশফিকা মোশাররফ এর সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার নাজমুস সাকিব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সবার জন্য পানি লিমিটেড এর প্রোগ্রাম ম্যানেজার এম এ এইচ সুমন, অপারেশন ম্যানেজার জেভিয়ার বার্ণাড, সমাজসেবক সাব্বির হান্নান, খুলশী কলোনি মহল্লা কমিটির সভাপতি মো. আব্দুল কাইয়্যুম সিদ্দীক, সাধারণ সম্পাদক ঈদ মো. মুন্নু, বারআউলিয়া মহল্লা কমিটির সভাপতি মোতালেব সরকার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, খুলশী কলোনি বায়তুল জান্নাত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের, বারআউলিয়া মহল্লা কমিটির সহ সম্পাদক মাহবুব মনির, সবার জন্য পানির লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার আকতার হোসেন, ফাইনান্স অফিসার শফিক মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলেটর রোকসার ইফা, ইনকোর্ডার জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি