খুলনাকে হারাতেও আত্মবিশ্বাসী ঢাকা

33

ষষ্ঠ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে হেসে খেলেই হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস। হযরতউল্লাহ জাজাই (৭৮), সুনিল নারাইন (৩৮) ও শুভাগত হোমের (৩৮) ব্যাটিং তোপে উড়ে গিয়েছিল মেহেদি হাসান মিরাজের দল। এই উড়ন্ত জয়টিই দ্বিতীয় ম্যাচে খুলনা বধেও ঢাকাকে জ্বালানি যোগাচ্ছে। গোটা ডায়নামাইটস ব্যাক টু ব্যাক জয়ে এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর। সোমবার (৭ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলনে এসে সেকথাই জানালেন শুভাগত হোম, ‘আমাদের প্রস্তুতি ভালো। প্রথম ম্যাচ ভালোভাবে জিতেছি। সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছি। আশা করি ভালো হবে।’
শুরুটা ভালো হয়েছে। কাজেই প্রত্যাশা বেড়ে গেছে। তাই হয়তো বিপিএলের সামনের ম্যাচগুলোতে আরো ভালো করতে চাইছেন এই ডায়নামাইটস অলরাউন্ডার। চাইছেন নিজেকেই ছাড়িয়ে যেতে, ‘আগেও বলেছি শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হয়েছে। আশা করি আরও ভালো হবে। ক্যারি করতে পারলে ভালো।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় খুলনার মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।