খুনিদের গ্রেপ্তারে আল্টিমেটাম

29

সীতাকুন্ড উপজেলায় সাংসদ দিদারের মালিকানাধীন মেসার্স দিদারুল আলম ব্রাদাসের্র প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজুকে হত্যার প্রতিবাদে কর্মবিরতি ডাক দিয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলার চালকরা। এদিকে একই দাবিতে গতকাল বিকেল চারটায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজুর হত্যাকারীদের গ্রেপ্তারে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর চট্টগ্রামে সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় শ্রমিক নেতারা বলেন, পরিবহন শ্রমিককে শাহজাহান সাজুর জানাজা পড়ার সুযোগ না দিয়ে দ্রুত তার লাশ গ্রামে নিয়ে যাওয়ার ব্যাপারটি রহস্যজনক। সভায় সাজুর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এসময় ৪৪টি সড়ক পরিবহন শ্রমিক সংগঠনকে ধর্মঘটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার সন্ত্রাসীর গুলিতে নিহত হন প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজু।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মৃণাল চৌধুরী, হাজী রুহুল আমিন, রবিউল মাওলা, অলি আহমদ, শফিকুর রহমান, আবদুর শুক্কুর, হারুনুর রশিদ, মো. বখতিয়ার, মো. ইউসুফ, জাহেদ হোসেন, নুর হোসেন, নজরুল ইসলাম, আহমদ হোসেন, নুর মোহাম্মদ, মোহাম্মদ হাসান, আবদুর রহিম, প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের মধ্যে মো. মাঈনুদ্দীন, আবু বক্কর সিদ্দিকী, সেলিম খান, নুর মোহাম্মদ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রাইম মুভার, ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বলেন, হত্যাকারীকে গ্রেপ্তার করতে আমরা ভোর ৬টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। সাজুর হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারা পর্যন্ত সাংসদের মালিকানাধীন তিন শতাধিক প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।