খালেদা জিয়াসহ বন্দী বিএনপি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি চাই

74

পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঈদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল বাশারের পরিচালনায় ৯ জুন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি আলহাজ এরশাদ উল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন- বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি ও সকল বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানাই। বন্দীদশা থেকে খালেদা জিয়া ও জনগণের মুক্তি চাই। তিনি বলেন- বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করার কোনো সুযোগ পাচ্ছে না, দেশ এখন একটি কারাগারে পরিণত হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করে জনগণকে বন্দীদশা থেকে রক্ষা করতে হবে। আগামী দিনে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপির সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে দাবি আদায়ের লড়াইয়ে অংশগ্রহণের আহŸান জানান। তিনি আরো বলেন- যে গণতন্ত্রের জন্য ডা. মিলন ও নুর হোসেনের মত কর্মী রাজপথে প্রাণ দিয়েছেন সে গণতন্ত্র আজ কারাগারে বন্দী কেন? আমরা এই বন্দীদশা থেকে মুক্তি চাই। তিনি পূর্ব ষোলশহর ওয়ার্ডের ওমর আলী মাতব্বর মহল্লা, বড় কবরস্থান, কেবি আমান আলী রোড, মাইজপাড়া, পাক্কা দোকান, সাবান ঘাটা, খাজা রোডসহ অত্র এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তার সাথে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমএ হাছান রাজু, চট্টগ্রাম মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতেয়ার, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক জাফর আহম্মদ, চান্দগাঁও থানা বিএনপি নেতা মো. জানে আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি নিজামুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. নুর নবী, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক ফজল কবির, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সৈয়দ রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি