খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে

35

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, ২০১৯ সাল গত হয়ে গেল নির্বাচনোত্তর পরিস্থিতিতে নিজেদের সুসংহত করতে সময়টি ব্যয় হয়েছে। ২০২০ সালে আমরা আশাকরছি ফলপ্রসু আন্দোলনের মাধ্যমে রজনীতির ময়দান পুনরায় দখল করবো। সফল চেষ্টা ও আন্দোলনের লক্ষ্যবস্তু বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুন:রুদ্ধার। বাংলাদেশ কল্যাণ পার্টি অবশ্যই প্রধান শরীকের সাথে ছিল এবং আছে।
গত ২১ ডিসেম্বর শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে একযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার সর্বাঙ্গে আগ্রাসন চালাচ্ছে। এ আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই। বেগম জিয়ার মুক্তির জন্য সকলকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। বেগম জিয়া ছাড়া বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, বিজয়ের এদিনে আরেক জন মুক্তিযোদ্ধাকে বেশী মনে পড়ে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াকে। যাদের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা আশা করেছিল তারা গর্তে ঢুকে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সাধারণ একজন সামরিক অফিসার। আজ বিপ্লব উদ্যান নিয়ে ষড়যন্ত্র করছে।
ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। এনায়েতুল­াহ ফারুকীর কোরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস’র সভাপতিত্বে ও দক্ষিণ জেলা সভাপতি এডভোকেট মোজম্মিল হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এড. জহুরুল হক আনসারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, রাঙ্গামাটি বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি মুসলিম সিকদার, জমিয়তে উলামায়ে ইসলামের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ কল্যাণ পার্টি হাটহাজারী উপজেলা সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদসহ ২০ দলীয় জোটের মহানগর নেতৃবৃন্দ সহ আরো অনেকেই। বিজ্ঞপ্তি