খাদ্যপণ্য উৎপাদনে যাচ্ছে ইউনিলিভার

38

খাদ্যপণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালনা পর্ষদ। বুধবার কোম্পানিটি ফৌজদারহাট শিল্প এলাকায় খাদ্য পণ্যের বাণিজ্যিক উৎপাদনে গেছে। কোম্পানিটি ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানির প্রতিটি শেয়ারের দাম মঙ্গলবার সকাল ১১টায় ২ হাজার ৮৪৯ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ কোম্পানিটি গত বছর বিনিয়োগকারীদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকার বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৮৬ দশমিক ৯৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ২৯ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩ দশমিক ৯২ শতাংশ।