খাতুনগঞ্জ ব্যবসায়ী কর্মচারী সমিতির মাহফিল

34

বর্তমান মুসলিম উম্মাহর সংকটময় অবস্থা থেকে উত্তরণ ও ইসলামের হারানো গৌরব পুনরুদ্ধারে প্রধান উপায় হচ্ছে প্রিয় নবীকে ভালবাসা ও তাঁর সুন্নাত অনুসরণ করা। মিলাদুন্নবীর ইতিহাস অতি প্রাচীন। মিলাদুন্নবী (দ.) সুচনা করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রোজে আজলে-পৃথিবীর আদি লগনে’ সব নবীকে নিয়ে আল্লাহ এ মিলাদের আয়োজন করেছেন। ওই মজলিসে এক লাখ ২৪ হাজার মতান্তরে দুই লাখ ২৪ হাজার পয়গম্বর (আ.) উপস্থিত ছিলেন। ঐ মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মোস্তফা (দ:) জন্ম, শান ও মান অন্যান্য নবীর সামনে তুলে ধরা। গত ১৬ ডিসেম্বর, বুধবার হতে নগরীর ব্যবসায়ী প্রাণ কেন্দ্র খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী কর্মচারী-শ্রমিকদের ৯তম ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলি চৌধুরীর সভাপতিত্বে মাহফিল উদ্যাপন কমিটি যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন সওদাগর’র পরিচালনায় হামিদুল্লাহ্ খান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সাবেক ৩৫ নং বক্সির হাট কাউন্সিলর হাজী নুরুল হক। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব মাওলানা আবুল আছাদ মুহাম্মদ জোবাইর রজভী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবদুল আজিজ রজভী, মাওলানা আব্দুল হাকিম।
স্বাগত বক্তব্য রাখেন মাহফিল উদ্যাপন কমিটির আহবায়ক আবদুর রহিম। শেষে ব্যবসায়ী সহ দেশ জাতির শান্তি কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।