খাগড়াছড়িতে ৬ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রæপ নির্ণয়

43

খাগড়াছড়ির গুইমারাতে প্রায় ৬শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচীর আয়োজন করে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “খাগড়াছড়ি বøাড ডোনারস্ এসোসিয়েশন (কেবিডিএ) গুইমারা উপজেলা শাখা। বুধবার সকালে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার প্রা. লি এর সহযোগিতায় অনুষ্ঠিত বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুইমারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল এবং প্রাথমিক চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম। মেডিকেল টেকনোলজিস্টের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য দেলোয়ার হোসেন সাদ্দাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেবিডিএ এর সহ-সভাপতি মো শাহাদাৎ হোসেন কায়েশ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মহিন, সহ-প্রচার সম্পাদক মো বেলাল হোসেন, কার্য-নির্বাহী সদস্য মো. কামরুল ইসলাম, সদস্য এনাম, হামিম, আজিজুল ইসলাম বাপ্পি, কেবিডিএ গুইমারা শাখার সদস্য তানভীর সিহাব, আনন্দ সোম, হৃদয় পাল সহ গুইমারা উপজেলা শাখার সদস্যবৃন্দ। আয়োজনকারী সংগঠনের গুইমারা শাখার সমন্বয়ক তানভীর সিহাব সংবাদকর্মীদের জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানে ৬শ ৩১জন শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়েছে।