খাগড়াছড়িতে প্লাবিত হচ্ছে নিচু এলাকা

28

টানা বর্ষণের ফলে খাগড়াছড়ির নদী-উপ-নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষত পাহাড়ি বন্যায় চেঙ্গী নদীর পানি উপচে নিচু এলাকাসমূহ প্লাবিত করতে শুরু করেছে। চেঙ্গী নদীর পানি বাড়তে থাকায় জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বটতলির নিচু এলাকার তীরবর্তী বাসিন্দাদের অনেকেই পানিবন্দী হয়ে পড়েছেন। এসব এলাকার প্রায় শতাধিক পরিবারের সদস্যরা তিনটি আশ্রয় কেন্দ্রে উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতোপূর্বে ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে মাইনী নদীতেও পানি দ্রæতগতিতে বাড়ছে। দুপুরে জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলো পরিদশর্ন করেছেন জেলা প্রশাসক। এ সময় দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন তিনি।
মহালছড়ি কলেজের সামনে সড়কের উপর পানি উঠায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে বড় ধরণের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল জেলা সদরের শালবন ও মোল্লাপাড়ায় ছোট আকারের কয়েকটি পাহাড় ধসের ঘটনায় বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং অব্যাহত রেখেছে প্রশাসন।
বাড়ছে চেঙ্গী নদীর পানি