খাগড়াছড়িতে চলছে আ.লীগ-বিএনপিসহ দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা

43

খাগড়াছড়িতে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রচারণায় সরগরম হয়ে উঠেছে জেলার বিভিন্ন উপজেলা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পাহাড়ের প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছে রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছে পাহাড় থেকে পাহাড়ে। দলীয় প্রার্থীদের সমর্থনে মাইকিং এর পাশাপাশি গণসংযোগ চলছে ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনার মাধ্যমে। চলছে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক। আওয়ামীগের প্রার্থী প্রচারণাকালে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে জোর দিচ্ছেন। আর বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। সকালে বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ ধানের শীষ প্রতীক নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঘুরছেন উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে। ভোট প্রার্থনার জন্য ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। অপরদিকে ধানের শীষের প্রার্থীর পক্ষে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যাচ্ছেন তাদের সমর্থকরা। বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়ার গণসংযোগ ও প্রচারণার কাজে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও বাধাঁ প্রদানসহ বিভিন্ন অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বিকালে জেলা শহরের খবংপুড়িয়া এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি শহরের মুসলিম পাড়াসহ কয়েকটি গ্রামে গণসংযোগ করবেন বলে জানিয়েছেন। নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে আচরণ বিধি লংঘনসহ বিএনপির প্রার্থীর বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে সোলায়মান আলম শেঠ নির্বাচনী প্রচারণায় থাকলেও এখন পর্যন্ত মাঠে কোন ধরণের নির্বাচনী কার্যক্রম করতে দেখা যায়নি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা ও ইসলামি আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজির।