খাগড়াছড়িতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম উদ্বোধন

2

খাগড়াছড়ি প্রতিনিধি

বিদ্যালয় ঝড়ে পড়া শিশুদের নিয়ে খাগড়াছড়িতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি জেলা শহরের মধ্য শালবনে এমন একটি বিদ্যালয় উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইসয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো‘র সহকারি পরিচালক আবু নাজের, পৌরসভার কাউন্সিলর রেজাউর করিম, প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, প্রোগ্রেসিভ এর জেলা প্রোগাম ম্যানেজার পরিতোষ চাকমা উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক আবু নাজের জানান, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ এর অধীনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় এমন ৪৯০টি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে।