খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

3

খাগড়াছড়ি সংবাদদাতা

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে। গতকাল রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। সকাল থেকেই বিভিন্ন সড়কে পিকেটিং করে অবরোধ সমর্থকরা।
এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলো সেনাবাহিনী ও পুলিশ পাহারায় মানিকছড়ি, রামগড় ও গুইমারা থেকে খাগড়াছড়ি সদরে পৌঁছে দেওয়া হয়। দুপুরের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মাটিরাঙ্গা ও গুইমারা থানার ওসিরা জানান, তাদের থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর টহল ছিল। সাজেকগামী পর্যটকবাহী পরিবহন জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পৌঁছে দেয়া হয়।
প্রসঙ্গত, আজ সোমবার খাগড়াছড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সফরকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও ট্যাঙারে বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে এই অবরোধ কর্মসূচি দেয় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)।