খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ ইউপিডিএফ কর্মী আটক

23

খাগড়াছড়ি শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২ ইউপিডিএফ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ক্রিয়েটিভ কম্পিউটার নামক প্রতিষ্ঠানে বসে চাঁদাবাজির পরিকল্পনা করার সময় গাছবান এলাকার ২নম্বর প্রকল্প পাড়ার গোবিন্দ ত্রিপুরার ছেলে অর্জুন কুমার ত্রিপুরা (২৬) ও একই এলাকার মৃত অনিল কুমার ত্রিপুরার ছেলে চন্দ্র মোহন ত্রিপুরা (২৫)কে ১টি এলজি, ২রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, নগদ ১৩ শ’ ২টাকা, ২টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ ও জাতীয় পরিচয়পত্রসহ আটক করেন খাগড়াছড়ি সদর জোনের সেনা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের ইউপিডিএফ সদস্য পরিচয় দিয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, ইউপিডিএফ (প্রসীত) এর সদস্যরা বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সশস্ত্র দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তারা গাছবান, ভাইবোনছড়া, অমৃত কারবারী পাড়া, নারায়ণখাইয়া, প্যারাছড়া এলাকার বিভিন্ন স্থানে চাঁদা আদায় করতো।