খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

188

চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানার আওতাধীন খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-১৯ পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে গত ২৬ শনিবার বিদ্যালয়ের মাঠ প্রঙ্গণে এক আলোচনা সভা সিনিয়র শিক্ষক নুরুল আবছার ও সুমন কান্তি দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধক ছিলেন খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তৈয়ব সিকদার। খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউছুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আকতার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আওয়ামী লীগ খাগরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আবু তাহের, অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হাসান মাহমুদ,অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য মুন্সী আব্দুর রউফ সৌরভ, মাস্টার সোলতান আহমদ, আব্দুস সালাম, মুহাম্মদ ইসহাক, হাবিবুল্লাহ, সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তা ও আবু বক্কর। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপস্তিত ছিলেন মুহাম্মদ মোসলেহ উদ্দীন শাকিল ও রাসেল উদ্দীন। এতে অন্যদের মধ্যে উাপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সুজিত কান্তি দাশ, বিউটি রানি দাশ, নটু কান্তি বিশ্বাস, সিরাজুল ইসলাম, সাইফুদ্দীন মাহমুদ চৌধুরী, জসিম উদ্দীন, এনামুল হক, উম্মে সালমা ফাহিম, রোকসানা সুলতানা, হেলাল উদ্দীন, খোরশেদুল আলম, দেলোয়ার হোসেন, পংকজ কান্তি পাল প্রমুখ।