খতিয়ান সত্যায়িত করতে ভূমি অফিসে দীর্ঘ লাইন

16

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই ভোটার হালনাগাদ কার্যক্রমে জমির খতিয়ানে স্বাক্ষর নিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিড় করেন লোকজন।
এ বিপুল সংখ্যক লোকজনের জমির খতিয়ান যাচাই-বাছাই করে তাদের কাগজে স্বাক্ষর করতে বিড়ম্বনায় পড়েন সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান। খতিয়ান যাচাই-বাছাই করতে গিয়ে তিনটি জাল খতিয়ানও শনাক্ত করেন তিনি। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান বলেন, নতুন ভোটার হওয়ার জন্য এতো সংখ্যক লোকজনের কাগজপত্র যাচাই-বাছাই করা খুবই দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরও মানুষের কষ্ট লাগবে যতদ্রæত সম্ভব জমির খতিয়ানপত্র সঠিক রয়েছে কিনা তা যাচাইয়ের মাধ্যমে স্বাক্ষর করে দেয়া হচ্ছে। এরই মধ্যে তিনটি জাল খতিয়ান শনাক্ত করেছি। যারা ওইসব খতিয়ান নিয়ে স্বাক্ষর নিতে আসছিল সেসব ব্যক্তিকে আটক করা হয়েছিল। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করার পাশাপাশি স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে যারা জাল খতিয়ান নিয়ে ধরা পড়বে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।