ক্ষুব্ধ নায়িকা আইরিন

12

 

২০০৮ সালে ‘প্যান্টিন ইউ গট দ্য লুক’ নামে একটি প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার পেয়ে মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আইরিন সুলতানা। এরপর টুকটাক নাটক ও বিজ্ঞাপনে কাজ করে ২০১৩ সালে পা রাখেন চলচ্চিত্রে। ওই বছর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটিতে আরিফিন শুভর বিপরীতে কাজ করে বেশ সাড়া ফেলেন তিনি। পরবর্তীতে ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’, ‘আকাশ মহল’ ও ‘পদ্মার প্রেম’ ছবিগুলোতে কাজ করেছেন আইরিন। প্রতিটিতেই প্রশংসিত তার অভিনয়। সেই আইরিনই দূরে সরে যাচ্ছেন শোবিজ থেকে। ছোট বা বড়- কোনো পর্দায় তার দেখা নেই। শোনা যাচ্ছে, তিনি অভিনয় ছেড়ে দিতে চলেছেন। এ প্রসঙ্গে আইরিন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিনয় ছেড়ে দিচ্ছি কথাটা পুরোপুরি ঠিক নয়। আপাতত অভিনয় করছি না। আসলে বিরতি নিয়েছি। এই বিরতি সাময়িক হতে পারে, আবার পার্মানেন্টও হতে পারে। যখন অভিনয় শুরু করেছিলাম, তখন জানতাম না যে ক্যারিয়ারে আমি কতদূর যাব। এই বিরতিটাও ঠিক তেমন।’ হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ? আইরিন বলেন, ‘কারণ তো অবশ্যই রয়েছে। তবে সেই কারণটা পারিবারিক নয়, এটা নিশ্চিত করে বলতে পারি। মিডিয়ার কয়েকজনের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্দিষ্ট কারও নাম বলতে পারব না। এ বিষয়ে কোনো প্রশ্নও করবেন না।’ আইরিন জানান, ফেব্রæয়ারির ২০ তারিখ পর্যন্ত তিনি জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘কাগজ’ ও সাইমন তারিকের পরিচালনায় ‘চৈত্র দুপুর’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন। আগামীতে অরণ্য পলাশের ‘গন্তব্য’, পার্থসারথী ভট্টাচার্যের ‘কাউন্টডাউন’ এবং সাইফ চন্দনের ‘টার্গেট’ ছবিগুলোতে তার কাজ করার কথা। সেগুলোর ব্যাপারে নায়িকা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।