ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ

4

বান্দরবান প্রতিনিধি

আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বান্দরবানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সম্প্রতি বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা মুস্তাফার সভাপতিত্বে এসময় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রæ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন।এসময় প্রতিজন কৃষককে ৫কেজি উফশী বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।কৃষি বিভাগ জানায় ২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় বান্দরবান জেলার সর্বমোট ৫হাজার কৃষক এই বীজ ও সার পাবে। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে এর ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।