ক্ষমতার লোভ ওয়াজেদ মিয়াকে কখনও স্পর্শ করতে পারেনি

8

 

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন দেশের একজন কৃতিসন্তান।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় গত ৮ মে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা জাফর। বিশেষ অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলাম, অধিকার বঞ্চিত শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ডলি, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের আহŸায়ক মো. হাছান মুরাদ। এ সময় বক্তারা আরো বলেন, ড. এম ওয়াজেদ মিয়ার জীবনদর্শন থেকে আগামী প্রজন্মের অনেক কিছু শিখার আছে। কারণ তিনি মেধা ও মননে যেমন অনন্য ব্যক্তিত্ব ছিলেন, তেমনি ত্যাগেও অনন্য ও অসাধারণ ছিলেন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শিল্পী শিউলি আকতার, রুবি আকতার, রূপা আকতার, মো. কালিম শেখ, আবু হানিফ জনি,

মোহাম্মদ হোসেন মধু ও বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।
ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণসভা কমিটি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যুদ্ধাপরাধী বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, উপমহাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া। তিনি বিজ্ঞানের প্রতিটি শাখায় গবেষণা চালিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হন। বাংলাদেশের ক্রান্তিকালে ও প্রাচীন সময়ে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। দেশের মহান মুক্তিযুদ্ধকে গতিশীল করার জন্য নিরলস কাজ করেছেন। ভোগ বিলাসের রাজনীতি তাঁকে স্পর্শ করতে পারেনি। আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণসভা কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. রানা দাশগুপ্ত এসব কথা বলেন।
সংগঠনের আহব্বায়ক চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সুমন দেবনাথ’র সভাপতিত্বে সদস্য সচিব ইয়াছির আরাফাত’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, কবি আশীষ সেন, সাংবাদিক মনোয়ার আজিজ চৌধুরী, প্রণবরাজ বড়ুয়া, জগদীশ বিশ্বাস, শফিকুর রহমান মাইজভান্ডারী, এস.এম দিদারুল আলম, শ্যামল বিশ্বাস, হারুন রশিদ, মর্জিনা আক্তার লুচি, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, এড. টিপু শীল জয়দেব, এড. চন্দন পালিত, এড. শ্যামল মিত্র, রাধা দেবী টুন্টুমুন, রোজী চৌধুরী, সোম মুৎসুদ্দী, সরোয়ার আলম, জাহাঙ্গীর আলম, সুবর্ণা খান, রিমন মুহুরী, আসিফ ইকবাল, মোহাম্মদ তিতাস, নাসির উদ্দীন কুতুবী, আবু সায়েদ সুমন, মোহাম্মদ রাশেদ, ইমদাদুল রহমান রিয়াদ, মোহাম্মদ জিসান, আতিকুর রহমান তুষার, মো: মামুন, পারভীন চৌধুরী, কাজী আইয়ুব, কবি সজল দাশ, নিলু খান, নজরুল ইসলাম মোস্তাফিজ, দিলীপ সেনগুপ্ত, রতন ঘোষ প্রমুখ।

সমবেত প্রার্থনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে ও চট্টগ্রাম বৌদ্ধ যুব-ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুরনজিৎ বড়ুয়া লাবুর ব্যবস্থাপনায় সম্প্রতি সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের বোর্ড সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ ড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, সুজন বড়ুয়া, ছাত্রনেতা বিজন বড়ুয়া, সুমিত্র বড়ুয়া দিপু, জয় বড়ুয়া, লিকু বড়ুয়া, আবির বড়ুয়া, শরণ বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রিমন বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি